ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি, স্ত্রী আনলেন পালকিতে
ভোলা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2021 07:40 PM BdST Updated: 18 Nov 2021 07:40 PM BdST
নিজের ‘বিয়ে স্মরণীয় করে রাখতে’ ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি গিয়ে পালকিতে স্ত্রীকে নিয়ে ফিরেছেন ভোলা শহরের যুবক আনোয়ারুল আজিজ।
ভোলা শহরের গাজীপুর রোডের আজিজ বুধবার কনে আনতে যান সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামে। বিয়ে বাড়ির খাওয়াদাওয়া শেষে বর আবার ঘোড়ার পিঠে চড়ে কনে সুমাইয়া আক্তার ইরাকে পালকিতে নিয়ে বাড়ি ফেরেন।
বর মো. আনোয়ারুল আজিজ ভোলা শহরের গাজীপুর রোডের মো. আকবর হোসেনের বড় ছেলে। তিনি ঢাকায় পাসপোর্ট অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি করছেন।

আনোয়ারুল আজিজ সাংবাদিকদের বলেন, আগে গ্রামবাংলার ঐতিহ্য ছিল পালকিতে কনে শ্বশুরবাড়ি আসবে। বর ঘোড়ার পিঠে করে বিয়ে করতে শ্বশুরবাড়ি যাবে। কিন্তু কালের বিবর্তনে তা বিলীন হয়ে গেছে।
“তবে আমি আমার বিয়েকে স্মরণীয় রাখতে নিজে ঘোড়ার পিঠে চড়ে বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাই এবং কনেকে পালকিতে তুলে নিজে ঘোড়ার পিঠে চড়ে বাড়ি ফিরি।”

ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বরের বন্ধু ইভান তালুকদার বলেন, “বর্তমান তরুণ প্রজন্ম বিষয়টি দেখে অনুপ্রাণিত হবে। যারা বিয়ে করেনি তারাও এমন ব্যতিক্রমী আয়োজন করলে গ্রামীণ ঐতিহ্য আবার ফিরে আসবে।”
স্থানীয় বাসিন্দা ও বিয়েতে আসা কবির হোসেন বলেন, তিনি আগে তার দাদা-দাদির মুখে বর ঘোড়ার পিঠে চড়ে কনের বাড়ি থেকে কনেকে পালকিতে করে নিয়ে যায় এমন গল্প শুনেছেন। আজ নিজের চোখে তা দেখেছেন।
পালকীর মালিক মো. শরীফ জানান, তিনি কয়েক দিন আগে প্রায় ৩০ হাজার টাকা খরচ করে পালকি তৈরি করেছেন। এই প্রথম তার পালকিতে কোনো বউ শ্বশুরবাড়ি গেল। এটাই তাদের প্রথম ভাড়া।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া আসবেন সোমবার
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে