একরাম হত্যা: মৃত্যুদণ্ডের আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জিয়াউর রহমান বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2021, 09:41 AM
Updated : 14 Nov 2021, 09:49 AM

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, ফেনী সদর উপজেলার ধোনসাদ্দা এলাকার শ্বশুরবাড়ি থেকে শুক্রবার বাপ্পিকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার বাপ্পী ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের মো. হানিফের ছেলে।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামকে প্রকাশ্যে গুলি চালিয়ে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতের বড় ভাই জসিম উদ্দিনের করা হত্যা মামলার বিচার শেষে এবছর ১৩ মার্চ ফেনীর দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক ৩৯ আসামিকে ফাঁসির আদেশ দেন।

পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারসহ ১৬ জন বেকসুর খালাস দেন।

ফেনী জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ জানান, চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৫৬ জন আসামির মধ্যে ৩৯ জন আসামির ফাঁসির আদেশ দিয়েছিল বিচারক।

ফাঁসির দন্ডপ্রাপ্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, ফেনী পৌরসভার তৎকালীন কাউন্সিলর আবদুল্লাহ হিল মাহমুদ শিবলুসহ ২২ জন আসামী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন।

রায় ঘোষণার সময় দণ্ডিতদের মধ্যে ১৭ আসামি পলাতক ছিলেন।

এদের মধ্যে জিয়াউর রহমান বাপ্পী গ্রেপ্তার হওয়ায় এখন ওই মামলায় ১৬ জন আসামি পলাতক রয়েছেন।

দণ্ডিত পলাতক আসামিরা হলেন-ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জিহাদ, ছাত্রলীগ নেতা আবিদুল ইসলাম আবিদ, চৌধুরী মো. নাফিজ উদ্দিন অনিক, আরমান হোসেন কাউসার, জাহেদুল হাসেম সৈকত, জসিম উদ্দিন নয়ন, এমরান হোসেন রাসেল ওরফে ইঞ্জিনিয়ার রাসেল, রাহাত মো. এরফান ওরফে আজাদ, একরাম হোসেন ওরফে আকরাম, শফিকুর রহমান ওরফে ময়না, কফিল উদ্দিন মাহমুদ আবির, মোসলে উদ্দিন আসিফ, ইসমাইল হোসেন ছুট্টু, মহি উদ্দিন আনিছ, বাবলু, টিটু।