চাঁদপুরে আগুনে পুড়েছে তুলার কারখানা

চাঁদপুরে আগুন লেগে একটি তুলা তৈরির কারখানা পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2021, 09:41 AM
Updated : 10 Nov 2021, 09:41 AM

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে চাঁদপুর সেতুর উত্তর পাশে মো. বিল্লাল মিয়ার কারাখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সক্ষম হয়। এতে কেউ হতাহত হয়নি।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানায়, তারা সকাল থেকে কারখানায় কাজ করছিলেন। এ সময় জুট থেকে তুলা তৈরি করার মেশিনে হঠাৎ একটি লোহার টুকরা ঢুকে পড়ে এবং মেশিনের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়।

কিছু বুঝে ওঠার আগেই তুলায় আগুন লেগে যায় এবং দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই গোডাউনের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার মালিক মো. বিল্লাল মিয়া বলেন, গত ৮ থেকে ১০ দিন আগে তুলা বানানোর জন্য প্রায় ৮ লাখ টাকার জুট কাপড় নিয়ে এসেছিলেন তিনি। সর্বশেষ গত পরশু আরও ১৫ লাখ টাকার কাপড় নিয়ে আসেন।

আগুনে মেশিনপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

বিল্লালের ছোট ভাই আলী আহম্মেদ স্বপন মিজি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার তুলা ও জুটের কাপড় এবং মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্বিস।