সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ

সিরাজগঞ্জ শহরে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে বলে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2021, 10:58 AM
Updated : 27 Oct 2021, 10:58 AM

বুধবার দুপুরে শহরের ইবি রোডে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু অভিযোগ করেন, “যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ চললার সময় পুলিশ নগ্নভাবে হামলা চালিয়েছে। নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালানো হয়েছে। অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।“

আহতদের মধ্যে মতিন নামে একজন গুলিবিদ্ধ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আর পুলিশ জেলা যুবদলের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে সমাবেশ করার অভিযোগ তুলেছে।

সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আশ্বাস দিয়েছিল তারা।

“কিন্তু তারা রাস্তা বন্ধ করে সমাবেশ করছিল। এটা তাদের বলতে গেলে তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে পুলিশের একজন এসআইসহ দুইজন আহত হন। পরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।