নড়াইলে ‘মাছ ধরার’ বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

‘বিলে মাছ ধরা নিয়ে’ কথা কাটাকাটির জেরে নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন প্রায় তিন সপ্তাহ পর।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2021, 03:34 PM
Updated : 6 Oct 2021, 03:34 PM

বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাহেব শেখ (৫৫) লোহাগড়া উপজেলার বয়রা দক্ষিণ পাড়ার বাসিন্দা।

সাহেব শেখের ছেলে সুজন শেখ বলেন, গত ১৯ সেপ্টেম্বর তার বাবা ঘুনি (এক ধরনের জাল) নিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের জমির শিকদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

“এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০/১২ জন আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমার বাবা ও ভাই সোহাগকে কুপিয়ে পালিয়ে যায়।”

সুজন বলেন, তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বাবার অবস্থার অবনতি হলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুজন শেখ বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর ৪ জনের নাম উল্লেখসহ ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি জানান, মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে। আসামিরা পলাতক রয়েছে; তাদের আটকে পুলিশের অভিযান চলছে।