তাড়াশে উত্ত্যক্তের প্রতিবাদকারী স্কুলছাত্রীকে মারধর

সিরাজগঞ্জের তাড়াশে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রীকে মারধর করেছে কয়েকজন যুবক।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 04:30 PM
Updated : 5 Oct 2021, 04:30 PM

মঙ্গলবার উপজেলার আজিমনগর মহিলা কারিগরি স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান।

ওসি আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষার্থীর স্বজনরা তিন তরুণের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। আইনগত প্রক্রিয়া চলছে।   

অভিযোগে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের পলানের ছেলে নাজমুল হকসহ (২০) তিনজনের নাম দেওয়া হয়েছে। ১৮ ও ১৯ বছর বয়সী অপর দুই জনও একই গ্রামের বাসিন্দা।

দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে বহনকারী অটোভ্যান চালক নাজমুল হক বলেন, অটোভ্যানযোগে স্কুলে যাওয়ার পথে কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় কটূক্তি করতে থাকে। অটোভ্যানটি স্কুলের সামনে পৌঁছলে মেয়েটি কটূক্তির প্রতিবাদ করেন।

“এরপর ওই বখাটেরা শিক্ষার্থীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে।”

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ‘বখাটেরা’ ঘটনাস্থল ত্যাগ করে; পরে স্থানীয়রা শিক্ষার্থীকে উদ্ধার করে স্কুলে নিয়ে যায় বলে নাজমুল জানান।

এ বিষয়ে আজিমনগর মহিলা কারিগরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান বলেন, “ওই বখাটেরা প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করত। আজ প্রতিবাদ করায় তাকে মারধর করেছে। আমরা অভিযুক্তদের শাস্তি চাই।”