সুনামগঞ্জে দুই সন্তানসহ ‘বিষপান’, মায়ের মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে, যিনি দুই ছেলেসহ বিষপান করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 02:00 PM
Updated : 4 Oct 2021, 02:00 PM

সোমবার সকালে বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নারীর ৭ ও ৫ বছর বয়সী দুই ছেলেকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে এই ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুলতানপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি হাবিবুর রহমান জানান, সুলতানপুর গ্রামের এই নারীর (২৮) সকালে হাওরে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে তিনি বাড়িতে ফিরে দেখেন তাদের দুই ছেলে ছটফট করছে। তখন তিনি চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা এসে তাদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাবিবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট ওসমামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই ওই নারী মারা যান।

ওই নারী সন্তানসহ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ঘটনার পর খবর পেয়ে আমরা সুলতানপুর গ্রামে গিয়ে জানতে পারি ওই গৃহবধূ দুই শিশু পুত্র সন্তানকে নিয়ে বিষপান করেছেন। কিন্তু কেন তিনি এই কাজ করেছেন আমরা তদন্ত করছি।”

মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ওসি জানান, দুই শিশু সন্তান সুস্থ হলে প্রত্যক্ষদর্শী হিসেবে তাদের কাছ থেকে ঘটনা জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।