পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়

রাজবাড়ীতে পদ্মায় ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে, যা বিক্রি হয়েছে ২৮ হাজার ৭৫০ টাকায়।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 07:02 AM
Updated : 3 Oct 2021, 07:10 AM

রোববার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদী থেকে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে রঞ্জিত হালদারের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আড়তে নিয়ে আসা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন।

শাহজাহান শেখ জানান, ঢাকার আরেক মাছ ব্যবসায়ীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ২৮ হাজার ৭৫০ টাকায় তিনি মাছটি সেই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, মিঠা পানির এই সুস্বাদু বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

স্থায়ী অভয়াশ্রম করা গেলে এ ধরনের মাছের বংশবৃদ্ধি সহজ হত এবং তাতে  আরো বেশি সংখ্যায় বড় মাছ পাওয়া যেত।

গতবছর অক্টোবরে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ১১৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল, যা বিক্রি হয়েছিল এক লাখ ১৩ হাজার টাকায়।