নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ‘টিটু বাহিনীর সদস্য’ গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ এক ব্যক্তি আটক হয়েছেন, যাকে ‘সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড’ বলছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2021, 04:46 PM
Updated : 1 Oct 2021, 04:46 PM

শুক্রবার ভোরে নিজ বাসত বাড়ি থেকে জুয়েল নামের এই ব্যক্তিকে আটক করা হয় বলে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানিয়েছেন।

জুয়েল বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের হাসান আলী মিঝি বাড়ির আব্দুর রবের ছেলে।

দুপুরে নিজ সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, আগামী ২৯ নভেম্বর বেগমগঞ্জের কয়েকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ভাড়াটে খাটার জন্য বিভিন্ন সন্ত্রাসী বাহিনী পুনরায় সক্রিয় হচ্ছে এমন গোয়েন্দা তথ্য অনুযায়ী অভিযানে নামে পুলিশ।

“শুক্রবার ভোরে জুয়েলের নিজ বাসত বাড়ি থেকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”

পুলিশের তথ্য অনুযায়ী জুয়েল স্থানীয় ‘সন্ত্রাসী টিটু বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড বলে এসপি শহীদুল ইসলাম জানান।

উদ্ধার এসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের জন্য যোগাড় করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, বলেন শহীদুল।

গ্রেপ্তারের পর জুয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে; ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার।