উখিয়ায় ৯০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯০ হাজারের বেশি  ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটকের খবর জানিয়েছে র‍্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2021, 09:29 AM
Updated : 25 Sept 2021, 09:29 AM

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, শনিবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের ১১ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ব্লকে থেকে তাদের আটক করা হয়।

এরা হল- উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ব্লকের মোহাম্মদের ছেলে জামাল হোসেন (২৮) ও একই ব্লকের মোহাম্মদ ইলিয়াসের ছেলে আবু আলম (২৩)।

উইং কমান্ডার আজিম বলেন, ভোরে উখিয়ার ১১ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে কয়েকজন ব্যক্তি বসত ঘরে মাদক চালান মজুদ রেখে লেনদেন করছে খবরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে র‍্যাব সদস্যরা তাদের আটক করে।

পরে আটকদের দেওয়া তথ্যে জামালের ঘরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ৯০ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, আটকরা মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের বসত ঘরে মজুদ রাখত। পরে এসব ইয়াবা স্থানীয়ভাবে বিভিন্ন লোকজনের কাছে সরবরাহ করত বলে জানিয়েছে।

এ ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান আজিম।