ফেনীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

ফেনীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 09:41 AM
Updated : 23 Sept 2021, 09:41 AM

ফেনীর জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও একমাস কারাভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত শাহনাজ নাদিয়া ফেনী শহরের ভূঁঞাবাড়ি এলাকার কায়সার মাহমুদের স্ত্রী।

রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন।

ওই আদালতের পিপি হাফেজ আহম্মদ মামলার নথির বলেন, ২০১৪ সালের ১১ এপ্রিল রাতে স্ত্রীকে নিয়ে বাইরে থেকে বাসায় ফেরার পথে ফেনী শহরের ভূঁঞাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে খুন হন কায়সার মাহমুদ।

এ ঘটনায় তার বাবা আবুল খায়ের ফেনী থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় তার স্ত্রী শাহনাজ নাদিয়কে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৪ সালের ১৩ এপ্রিল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন নাদিয়া।

পিপি বলেন, তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হাসেন ২০১৫ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেয় আদালত। এ মামলায় বিভিন্ন সময় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। গত ২০ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন নির্ধারণ করে। একই দিন জামিনে থাকা আসামি শাহনাজ নাদিয়ার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।

পিপি বলেন, কায়সার মাহমুদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে, হত্যাকাণ্ডে শাহনাজ নাদিয়া জড়িত ছিলেন।

“আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এ ধরনের রায় ঘোষণার মধ্য দিয়ে পরবর্তীতে অপরাধ করতে সাহস করবে না কোনো স্ত্রী।”

এদিকে আসামিপক্ষের আইনজীবী আহসান কবির বেঙ্গল বলেন, ১৬৪ ধারায় জবানবন্দির ওপর নির্ভর করে রায় ঘোষণা করা হয়েছে।

“আমরা যথাযথ রায় পাইনি। রায়ের বিরুদ্ধে অচিরেই উচ্চ আদালতে আপিল করা হবে।”