চাঁদপুরে চার হাজার বস্তা সিমেন্টসহ কার্গোডুবি

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ৪২০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 01:10 PM
Updated : 19 Sept 2021, 01:10 PM

রোববার ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

কার্গোর লস্কর আল আমিন জানান, এমভি নিউ শাহ পরান নামের মালবাহী কার্গো জাহাজটি মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে লক্ষ্মীপুরের রায়পুর যাচ্ছিল। রাতে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসার পর বৃষ্টি শুরু হয়।

“ওই সময় আমরা সেখানে কার্গোটি নোঙর করে রাখি। রাতভর ভারি বর্ষণে কার্গোর ভিতরে পানি ঢুকে পড়ে। এক পর্যায় কার্গোটি ৪২০০ বস্তা সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়।”

ডুবে যাওয়া সিমেন্টের মূল্য ১৬ লাখ টাকা এবং কার্গোর দাম ২০ লাখ টাকার মতো হবে বলে জানান তিনি।

আল আমিন আরও বলেন, এ সময় কার্গো জাহাজে ছিলেন তিনিসহ তিন জন। বাকি দুজন হলেন সুকানি সুরুজ ও শ্রমিক মহিউদ্দিন। তারা নদী সাঁতরে কূলে উঠে জীবন রক্ষা করেন।

চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, সিমেন্ট বোঝাই কার্গোডুবির বিষয়ে কেউ তাদের জানায়নি। এ ঘটনায় মালিকপক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।