চিলমারীতে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত যুবক

কুড়িগ্রামের চিলমারীতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক যুবক প্রাণ হারিয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2021, 12:07 PM
Updated : 17 Sept 2021, 12:07 PM

শুক্রবার দুপুরে উপজেলার নয়ারহাট ইউনিয়নের হাসানের চর বাজার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ময়িন আলী (১৮) হাসানের চর বাজার গ্রামের শুক্কুর আলীর ছেলে।

ঢুষমারা থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম স্থানীয়দের বরাতে জানান, ময়িন আলী দুপুর ২টার দিকে গয়নার পটল এলাকায় জমিতে বাদামের বীজ বপন করছিলেন। ওই সময় বৃষ্টি শুরু হয় এবং আকস্মিক বজ্রপাত হয়। এতে ময়িন আলী ঘটনাস্থলে মারা যান।

পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

নয়ারহাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আইনুল ইসলাম বলেন, জমিতে বাদামের বীজ বপন করা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। গয়নার পটল ফাঁকা চর হওয়ায় বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার মতো স্থান ছিল না।