রাজাকারের ঠাঁই আওয়ামী লীগে হবে না: তথ্য প্রতিমন্ত্রী 

আওয়ামী লীগে স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদরদের স্থান হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2021, 12:56 PM
Updated : 12 Sept 2021, 12:56 PM

রোববার জামালপুরে আওয়ামী লীগের এক সভায় তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। পাকিস্তানের শোষণ-নিপীড়ন, অত্যাচার-জুলুম থেকে এই বাংলাদেশের মানুষকে মুক্তি-স্বাধীনতা এনে দেওয়া দল আওয়ামী লীগ।

“রাজাকার-আলবদরদের স্থান বঙ্গবন্ধুর আওয়ামী লীগে কোনোদিন হবে না।” 

প্রতিমন্ত্রী বলেন, “আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের যতই বাঁচানোর চেষ্টা করুন না কেন, রাজাকারদের ঠাঁই বাংলার মাটিতে নেই, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।”

যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় বিরোধী দলের নেত্রী ষড়যন্ত্র করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, “যতই ষড়যন্ত্র করুন না কেন, তাদের রক্ষা করতে পারবেন না।” 

সকালে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি উপস্থিত ছিলেন।  

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জামালপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সরিষাবাড়ী উপজেলা সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ।