কুড়িগ্রামে ধরলার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

উজানের ঢল ও ভারি বর্ষণে ধরলাসহ কুড়িগ্রামে ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার সকালে পানি বিপৎসীমার উপরে থাকলেও বেলা ৩টার দিকে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে এখনও ধরলা অববাহিকায় বহু বাড়িঘরে পানি রয়েছে। নিমজ্জিত হয়েছে হাজার হাজার হেক্টর রোপা আমন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 12:43 PM
Updated : 23 August 2021, 12:43 PM