রাজশাহীর কোভিড ইউনিটে একদিনে ৭ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2021, 04:25 AM
Updated : 21 August 2021, 04:25 AM

শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে এই সাতজনের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন। এদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী। যাদের মধ্যে দুইজনের বয়স ৬১ বছরের ওপরে।

বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ২৫৪ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

শামীম বলেন, শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার সংক্রমণের হার ২৯ দশমিক শূন্য ২ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ৩৬ শতাংশ।