কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে পথচারী নিহত

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত হয়েছেন; এতে বাসের দুই যাত্রী আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 04:20 AM
Updated : 17 August 2021, 04:20 AM

মিরপুর থানার ওসি গোলাম মস্তফা জানান, সোমবার রাত ১টার দিকে বিজিবি ক্যান্টিনের সামনে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে তারা হতাহত হন।

নিহত তরুণের বয়স ২০ বছর বলে জানালেও পুলিশ পরিচয় বলতে পারেনি।

বিজিবির একজন সদস্য জানান, কয়েক দিন ধরে ওই তরুণ ওই এলাকায় ঘোরাফিরা করছিলেন। যেখানে-সেখানে ঘুমিয়ে থাকতেন।

“রাতে ওই তরুণ সম্ভবত রাস্তার ওপর ঘুমিয়ে ছিলেন। তখন ঢাকা থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক করে। একই সময় পেছন থেকে আসা একটি বালিভর্তি ড্রাম ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর বাসের নিচে চাপা পড়ে ওই তরুণ ঘটনাস্থলেই নিহত হন।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেছে।

ওসি মস্তফা জানান, দুর্ঘটনায় সামান্য আহত দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে্ক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় তরুণে লাশ উদ্ধার করেছে পুলিশ।