ঝিনাইদহে কোভিডে ৩ মৃত্যু, আক্রান্ত ৯১

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও তিন জন মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2021, 12:51 PM
Updated : 13 August 2021, 12:51 PM

ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র মো. জাহঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিন জন মারা গেছেন। 

এছাড়া জেলায় ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন আরও ৯১ জনের  করোনা শনাক্ত হয়েছে; আক্রান্তের হার ২২ দশমিক ৮১ শতাংশ।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, একই দিন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুই জন মারা গেছেন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, টানা লকডাউন চলায় জেলায় করোনা সংক্রমণ কিছুটা কমেছে। মহেশপুর, শৈলকুপা, কোটচাঁদপুর ও হনিরাণাকুন্ডু উপজেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমে আসছে। তবে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় এখনও সংক্রমণ বাড়ছে। 

তিনি বলেন, লকডাউন উঠে যাওয়ার পর মানুষ আগের মত ঘর থেকে বের হয়ে রাস্তাঘাট ও হাটবাজারে ঘুরছে। অনেকে মুখে মাস্ক ব্যবহার করছে না; স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না।