চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে অন্তত ১৭ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2021 01:57 PM BdST Updated: 04 Aug 2021 06:59 PM BdST
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ চরপাঁকা এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান।
নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ডাল পাড়ার জামিলা (৫৮), তবজুল (৭০), সাদল (৩৫), বাবুল (২৬), বাবু (২০), তেররশিয়ার রফিকুল (৫৮), সুর্য নারায়ণপুরের সজীব (২২), আলম (৪৫), পাতু (৪০), বেলী বেগম (৩২), মৌসুমী (২৫), ফাটাপড়ার টকি বেগম (৩০), গোঠা পাড়ার সবুল (৩০), বাবুডাইং গ্রামের টিপু সুলতান (৪৫)ও সুন্দরপুরের আসিকুল ইসলাম এবং শিবগঞ্জ উপজেলার চর পাকার রফিকুল ইসলাম।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দীন জানান, সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আলীমনগর ঘাট থেকে নৌকায় করে দক্ষিণ পাঁকায় এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল একটি দল।
“পদ্মা নদী পার হয়ে দক্ষিণ পাঁকায় পৌঁছালে নৌকা থেকে নেমে তারা ঘাটে দাঁড়ায়, এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে ঘটনাস্থলেই ১৭ জন মারা যান।”
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, “বৃষ্টির কারণে ওই দলটি ঘাটের ইজারাদারের টং ঘরে আশ্রয় নিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘরের ভেতরে এবং বাইরে অবস্থান করা ১৭ জন ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন আহত হন।”
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৬ জনের মৃতদেহ এবং ৪ জন আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছেন।
তার আগেই স্থানীয়রা আরও ১১ জনের মৃতদেহ সেখান থেকে সরিয়ে নেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আর এম ও ডা. নূরূন নাহার জানান, বজ্রপাতে আহত ১০ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
-
সাবেক ওসির ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
-
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের পথে রেল বন্ধ
-
মানিকগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতার উপর হামলা
-
খুলনায় ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
-
বাগেরহাটে হরিণের চামড়া-শিং উদ্ধার
-
পাহাড়ে রক্তপাত বন্ধে সব করব: স্বরাষ্ট্রমন্ত্রী
-
হত্যাচেষ্টার আসামি ‘প্রকাশ্যে’, গ্রেপ্তার না করার অভিযোগ
-
কুসিক নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৩ প্রার্থী
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক