পুলিশ পরিচয়ে মোবাইল ফোন ‘ছিনতাই’, গ্রেপ্তার ২

পুলিশ পরিচয়ে কৌশলে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 11:16 AM
Updated : 1 August 2021, 11:16 AM

রোববার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের নামে চুয়াডাঙ্গা সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে ওই থানায় সোপর্দ করা হয়েছে।

এরা হলেন ঝিনাইদহের মহেশপুরের পুরন্দরপুর গ্রামের আনসার আলী খানের ছেলে ইসমাইল খান আরিফ (৩০) ও হামিদপুর গ্রামের সুবোধ ঘোষের ছেলে উত্তম ঘোষ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ইসমাইল খান আরিফ ও উত্তম ঘোষ নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কৌশলে মোবাইল ফোন ছিনতাই করতেন। গত ১৭ ও ২৬ জুলাই চুয়াডাঙ্গা জেলার চারটি স্থান থেকে তারা ৬টি মোবাইল ফোন ছিনতাই করেন।

“গত ১৭ ও ২৬ জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো, ভুলটিয়া, কিরণগাছি ও দামুড়হুদা উপজেলা সদর থেকে ছয় জনের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন কেড়ে নেন আরিফ ও উত্তম।”

গোপন খবর পেয়ে সদর থানা পুলিশ রোববার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর গিয়ে আরিফ ও উত্তমের বাড়ি থেকে দুজনকে আটক করে বলে ওসি জানান।

ওসি জিহাদ আরও বলেন, সকালে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসে পুলিশ। দুপুরে তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে বিস্তারিত খুলে বলেন।