শিমুলিয়ায় পারাপার, বিধিনিষেধে তোয়াক্কা নেই

করোনাভাইরাসে মৃত্য আর সংক্রমণ বেড়ে চলার মধ্যেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে লোকজন গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 06:44 AM
Updated : 28 July 2021, 09:37 AM

কোভিড সংক্রমণ ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধকে তোয়াক্কা না করেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে ঢাকা ফিরছেন অনেকে। পাশাপাশি ঢাকা ও এর আশপাশের জেলা থেকে দক্ষিণবঙ্গেও যাচ্ছেন অনেকে।

বুধবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে মানুষের স্রোত দেখা গেছে। অনেকে পরিবারের বৃদ্ধ সদস্যদের নিয়েও ফেরিতে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন। যাত্রীদের অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকে মুখে মাস্ক দেখা যায়নি।

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরের ১৮ ফেরি থাকলেও পদ্মায় প্রবল স্রোতের কারণে এখন সাতটি ফেরি দিয়ে পারাপার করানো হচ্ছে বলে বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক আহাম্মদ আলী জানান।

তিনি বলেন, “ফেরিগুলো যাত্রী পারাপারে বাধ্য হচ্ছে। কোনভাবেই যাত্রীদের আটকানো যাচ্ছে না। বিধিনিষেধের তোয়াক্কা না করেই বাংলাবাজার থেকে শিশুলিয়া ঘাটে আসচ্ছেন তারা। ঘাটে ফেরি ভিড়লে হুড়োহুড়ি করে তাতে ওঠানামা করছে লোকজন।”