নেত্রকোণায় ছুরিকাঘাতে অটোচালক নিহত, যুবক আটক

নেত্রকোণার কেন্দুয়ায় ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 01:32 PM
Updated : 22 July 2021, 02:03 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার সাহিতপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইমরান হাসান বাবু (২২) সাহিতপুর লাকার চেংজানা গ্রামের শামীম মিয়ার ছেলে।

আহত একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এখলাছ মিয়াকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক সুমন মিয়া (২৩) উপজেলার আটিগ্রামের রুকন মিয়া ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, আটিগ্রামের বাবু ও চেংজানা গ্রামের সুমন ও শরীফের সাথে পূর্ববিরোধ ছিল। এর জেরে দুপুর দেড়টার দিকে সাহিতপুর বাজারের অটোরিকশা স্ট্যান্ডে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

“এর ঘণ্টাখানেক পর বাবুর ওপর চড়াও হন তারা। ঘটনা দেখে চেংজানা গ্রামের এখলাছ মিয়া এগিয়ে যান বাবুকে বাঁচাতে। এ সময় ছুরিকাঘাতে বাবু ও এখলাছ গুরুতর আহত হন।”

ওসি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পরপরই সুমন মারা যান।

সুমনের লাশ ময়নাতদন্তের জন্য হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর সুমন মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।