কুষ্টিয়ায় বাস-ট্রাক, অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ; নিহত ২

কুষ্টিয়ায় বাস-ট্রাক ও অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষের দুটি দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 11:46 AM
Updated : 20 July 2021, 11:46 AM

মঙ্গলবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ভিলকির পুল এবং কুষ্টিয়া-পোড়াদহ সড়কের খাজানগর এলাকায় এই দুই দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে ভিলকির পুল পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মুন্সি বাবু (৪৫) নিহত হন বলে জানান ওসি মজিবুর রহমান।

ওসি আরও জানান, এ দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অপর দুর্ঘটনা ঘটে কুষ্টিয়া-পোড়াদহ সড়কের খাজানগর এলাকায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি ছাবিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে খাজানগরে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী মারুফ (২২) মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে।