দুই ছেলের জামিন হলেও হাসেমসহ ৬ জন কারাগারে

হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক মানুষের মৃত্যুর মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও দুই ছেলেসহ ছয়জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 12:43 PM
Updated : 14 July 2021, 12:43 PM

তবে পুলিশের দায়ের করা এ হত্যা মামলায় গ্রেপ্তার হাসেমের চার ছেলের মধ্যে বাকি দুজনকে জামিন দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আবেদনের শুনানি করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুন বুধবার এ আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে এই আট আসামিকে বুধবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানার চতুর্থ তলার নানান যন্ত্রপাতি পুড়ে যায় আগুনে। ছবি: মাহমুদ জামান অভি

জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান লিট্ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান এবং মাহবুবুর রহমান ইসমাইল।

শুনানি শেষে বিচারক হাসেমের দুই ছেলে তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজিম ইব্রাহীমের (২১) জামিন মঞ্জুর করেন।

আর সজীব গ্রুপের চেয়ারম্যান হাসেম, তার বাকি দুই ছেলে হাসীব বিন হাসেম (৩৯) ও  তারেক ইব্রাহীম (৩৫), সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানশাহ আজাদ, হাসেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামনুর রশীদ এবং প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল বলেন, তাওসীব ইব্রাহীম ও তানজিম ইব্রাহীম বিদেশে পড়ালেখা করতেন। তারা কোম্পানি পরিচালনার সাথে যুক্ত ছিলেন না। সে কারণে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেছে।

হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক মানুষের মৃত্যুর মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমকে বুধবার রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়।

সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাসেমের মালিকানাধীন হাসেম ফুডস কারখানায় সেজান, সজীব, কুলসন, নসিলাসহ ১১টি ব্র্যান্ড নামে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদিত হত।

গত বৃহস্পতিবার ওই কারখানায় ভয়াবহ অগ্নিকোণ্ডে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যু হয়, যাদের অনেকে আবার শিশু।

ওই ঘটনায় রূপগঞ্জের ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার গত শনিবার হত্যার অভিযোগ এনে ৩০২ ও আরও কয়েকটি ধারায় এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই হাসেমসহ আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর কথা জানানো হয় পুলিশের তরফ থেকে। 

তাদের নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে বিচারক চার দিন করে পুলিশ হেফাজতের আদেশ দেন সেদিন।

আরও পড়ুন-