মুন্সীগঞ্জে ‘অপবাদে’ যুবককে পেটানোর ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জে স্বর্ণ চুরির অপবাদে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2021, 06:04 PM
Updated : 13 July 2021, 06:04 PM

সোমবার সকালে শহরের দক্ষিণ ইসলামপুরের এ ঘটনার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

এ মারধরের ঘটনায় রাতে মুরাদ হোসেন রনি নামের ওই যুবক বাদী হয়ে মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আওলাদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

অপর আসামিরা হলেন, দক্ষিণ ইসলামপুর এলাকার মনির হোসেন এবং কালাই হোসেন।

মুন্সীগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলাম জানান, মারধরের ওই ঘটনায় মামলা হয়েছে। কালাই ও মনির নামের দুজন গ্রেপ্তার আছে।

স্থানীয়রা জানায়, দক্ষিণ ইসলামপুরের মনির হোসেনের বাড়ি থেকে ৪ ভরি সোনা এবং ২২ হাজার টাকা চুরি হয়।

গত সোমবার সকালে এ চুরির অপবাদে মনিরের বাড়ির উঠানে রনিকে হাত-পা বেঁধে মারধর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন আওলাদ।

পরে রনির ছোট ভাই থানা থেকে পুলিশ নিয়ে যায় সেখানে। পুলিশের কাছে রনিকে সোপর্দ করে মারধকারীরা।

রনি বলেন, “সকালে বাসায় আইসা কাউন্সিলর আওলাদ আমাকে মনিরদের বাড়িতে নিয়া যায়। সেখানে আমারে হাত-পায়ে বান দিয়া মারে আর বলে চুরির কথা স্বীকার করতে। আমি তো স্বর্ণ নেই নাই, আমি কেন স্বীকার করুম “

মারধরের বিষয়টি স্বীকার করে কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, মনিরদের বাড়িতে তাকে বেঁধে রাখা হয়েছে জানতে পেরে আমি সেখানে যাই। গিয়ে দেখি অনেক মানুষ সেখানে। কৌশল অবলম্বনের জন্য তাকে মেরে ছেড়ে দিয়েছি।

“বিষয়টি আমর ভুল হয়েছে। মারধরের আধিকার আমার নেই, আমি অনুতপ্ত।”