হবিগঞ্জে সাপের বিষসহ ২ ‘পাচারকারী’ গ্রেপ্তার

হবিগঞ্জে ‘কোটি কোটি’ টাকা মূল্যের সাপের বিষসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছেন, যাদের পাচারকারী বলছে র‌্যাব।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2021, 02:17 PM
Updated : 12 July 2021, 02:17 PM

সদর উপজেলার আটঘরিয়া থেকে রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়; সোমবার দুপুরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।  

গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জ সদরের পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন (৩৪) ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন (২৪)।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলাম র‌্যাব জানান, গ্রেপ্তার দুজনসহ বেশ কয়েকজনের একটি সাপের বিষ পাচারের চক্র আছে। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে বিষ সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছিল। “রোববার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৬টি জারের মধ্যে থাকা প্রায় ৯ কেজি সাপের বিষ উদ্ধার করা হয়।”

এছাড়া ১টি গাইড বই, ১টি ডিভিডি প্লেয়ারসহ আরও বেশকিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, র‌্যাব সদস্যরা আসামিদের থানায় হস্তাস্তর করেছেন। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।