চট্টগ্রামে অপহৃত ব্যক্তি ‘রোহিঙ্গা শিবির থেকে’ উদ্ধার

চট্টগ্রামে অপহৃত এক ব্যক্তিকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2021, 10:10 AM
Updated : 12 July 2021, 10:10 AM

র‌্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, রোববার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মো. নজরুল ইসলাম (২৪) চট্টগ্রাম শহরের উত্তর হালিশহরের সন্দেপী পাড়ার মোহাম্মদ সোলাইমানের ছেলে।

র‌্যাব কর্মকর্তা আজিম বলেন, গত ২৪ জুন সকালে নজরুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

“ঘটনার ছয় দিন পর তার মোবাইল ফোন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে নজরুলকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে চট্টগ্রাম শহরের হালিশহর থানায় সাধারণ ডায়েরি করেন।”

র‌্যাব কর্মকর্তা বলেন, পরে র‌্যাব অনুসন্ধানে নেমে জানতে পারে অপহৃতকে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি বাড়িতে জিন্মি করে রাখা হয়েছে। পরে রোববার রাতেই র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারিরা পালিয়ে গেলে অক্ষত অবস্থায় অপহৃত মো. নজরুল ইসলামকে উদ্ধার করা হযেছে।

তাকে সোমবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।