নেত্রকোণায় রেকর্ড শনাক্তের দিনে সিভিল সার্জন আক্রান্ত

নেত্রকোণায় গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যা এ পর্যন্ত সব্বোর্চ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2021, 09:59 AM
Updated : 9 July 2021, 09:59 AM

একই সময় জেলার সিভিল সার্জন মো. সেলিম মিয়ার শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার পাল জানান।

উত্তম বলেন, “সিভিল সার্জনের করোনাভাইরাসের  উপসর্গ দেখা দিলে শুক্রবার বেলা ১২টার দিকে  নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট করা হয়। পরীক্ষায় পজিটিভ আসে।

“তবে বর্তমানে তিনি ভালই আছেন। বাসায় চিকিৎসাধীন আছেন।”

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের শতকরা হার ৩৮ দশমিক ৯২ শতাংশ।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে জেলায় এটি শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে ৪৭ জন পুরুষ ও ২৯ জন নারী আছেন।

নেত্রকোণা জেলায় এ পর্যন্ত এক হাজার ৯৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন এক হাজার ২৫৯ জন। আর মারা গেছেন ৩৬ জন।