কিশোরগঞ্জে চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী

কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক রাসেল আহমদ তুহিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 01:34 PM
Updated : 8 July 2021, 01:34 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে তুহিন বৃহস্পতিবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে এসব সামগ্রী তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে এক হাজার ২০০টি এন৯৫ মাস্ক, ৫৩ হাজার সার্জিক্যাল মাস্ক, ৮৯৫টি পিপিই এবং চারশ সুরক্ষা চশমা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য সামগ্রী বিতরণের সময় তুহিন সবাইকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে জীবনযাপনের মাধ্যমে করোনার সংক্রমণ থেকে নিরাপদ থাকার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জেলার স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ হতে রাসেল আহমেদকে তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।