ঢাকা-দক্ষিণাঞ্চল চলাচল নিয়ন্ত্রণে নদীতে ব্যারিকেড

লক ডাউনের মধ্যে চলাচল নিয়ন্ত্রণে ধলেশ্বরী নদীতে নৌ ব্যারিকেড তৈরি করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2021, 01:53 PM
Updated : 3 July 2021, 01:53 PM

শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জে মুক্তারপুর সেতুর নিচে ব্যারিকেড দিয়ে নৌ পুলিশ নৌযান যাচাই-বাছাই করে চলাচল করতে দিচ্ছে।

মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খাঁন জানান, রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগের একমাত্র পথ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী। তাই এ নদীতে ব্যারিকেড দিয়ে যেসব যান কঠোর বিধিনিষেধে চলচল উপযোগী শুধু সেসব নৌযানই চলতে দেওয়া হচ্ছে।

আগামী ৭ জুলাই পর্যন্ত এ ব্যারিকেড থাকবে বলে জানান তিনি।