শাবিতে আবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন  অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2021, 02:36 PM
Updated : 30 June 2021, 02:36 PM

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ২০১৭ সালের ২১ অগাস্ট প্রথম মেয়াদে এ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। চলতি বছরের ২১ অগাস্ট তার প্রথম মেয়াদ পূর্ণ হবে।

প্রথম মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় দেড়মাস আগেই তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হল।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও ভৌত অবকাঠামোর উন্নয়নে বিগত চার বছর ধরে কাজ করে যাচ্ছি। সামনের দিনেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা চাই।”