নোয়াখালীতে ‘লকডাউনের’ মেয়াদ বাড়ল

নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ না কমায় দুই ধাপে ১০ দিন পর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 03:09 PM
Updated : 24 June 2021, 03:09 PM

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান।  

তিনি বলেন, “আগামী ২ জুলাই মধ্যরাত পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।”

এছাড়া নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা ছয় ইউনিয়নের পাশাপাশি বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা, মীরওয়ারিশপুর এবং একলাশপুর ইউনিয়নকেও লকডাউনের আততায় আনা হয়েছে।

সংক্রমণ ঠেকাতে গত ৫ জুন থেকে দুই ধাপে নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার ছয় ইউনিয়ন ১০ দিন লকডাউন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাছুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কবিরহাটে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৩ শতাংশ।

এদিন নোয়াখালীতে ৪১৩টি নমুনা পরীক্ষায় আরও ১১৮ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ।  এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৫৬৯ জন।