বগুড়ায় করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আটজনের মৃত্যু হয়েছে। যা জেলায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 08:13 AM
Updated : 24 June 2021, 08:13 AM

মৃতরা হলেন- বগুড়া সদরের সেতারা বেগম (৭৮) ও আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাটের হাসনা বেগম (৬৫), লুৎফর রহমান (৬৫), মামুন সরদার (৪৫) আহাদ আলী (৭৫) ও নূর জাহান (৩০) এবং নওগাঁর রিয়াজউদ্দীন (৬০)।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রমমান তুহীন জানান, এদের মধ্যে সেতারা, হাসনা ও লুৎফর রহমান টিএমএসএস হাসপাতালে মারা যান। আবুল কালাম, নূর জাহান ও রিয়াজউদ্দীনের মৃত্যু হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আর আহাদ ও মামুন মারা যান মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

এ নিয়ে করোনাভাইরাসে গত নয়দিনে জেলায় ৩৬ জনের প্রাণ গেছে। যার মধ্যে বগুড়ার ১৪ জন, নওগাঁর ৭ জন, জয়পুরহাটের ১৩ জন এবং গাইবান্ধা ও নাটোর জেলার একজন করে ছিলেন।

এছাড়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৫২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯৮ জন। আর নতুন করে ৮ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু সংখ্যা ৩৬৫ জনে দাঁড়িয়েছে। আর বর্তমানে ৪৯১ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তুহীন।