যশোরে ট্রেন-বাস-রিকশা বন্ধ, তবে বিমান চলবে

করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণ রোধে যশোরে সাত দিনের ‘কঠোর বিধিনিষেধ’ ঘোষণা করা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 02:12 PM
Updated : 22 June 2021, 02:12 PM

বুধবার মধ্যরাত থেকে এ কঠোর বিধিনিষেধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তমিজুল ইসলাম খান জানিয়েছেন।

তিনি জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির মঙ্গলবারের সভায় ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলা সাত দিনের এ বিধিনিষেধ আগের চেয়ে কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলার অভ্যন্তরীণ সব রুটসহ আন্তঃজেলা রুটে বাস, ট্রেনসহ সব রকম গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এ সময় রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, থ্রি-হুইলার, হিউম্যান হলারের চলাচলও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান।

বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কাঁচাবাজার, ফুল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের এখন থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে। অন্য সময় সব ধরণের দোকানপাট, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, বিপণীবিতান বন্ধ থাকবে। এছাড়া গরুর হাট বন্ধ থাকবে।

এর আগে কাঁচাবাজার, ফুল ও মুদি দোকান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা ছিল।

এদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান জানান, যশোরে গত ১৫ দিনের করোনাভাইরাসে আক্রান্তের গড় হার প্রায় ৪৫ শতাংশ। এর আগের ১৫ দিনে যা ছিল ২২ শতাংশ।

আর জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শাহনেওয়াজ জানান, জেলায় সোমবারের শনাক্তের হার ৪৮ শতাংশ।

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় যশোরে ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলেন তিনি।