ব্যালট ছিনতাই: ঝালকাঠিতে তিনজনের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইনিউয়ন পরিষদ নির্বাচনে সিল, কালি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 02:08 PM
Updated : 21 June 2021, 02:08 PM

সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত বিচারিক হাকিম আবির পারভেজ তাদের ভ্রাম্যমাণ আদালতে তাদের ছয় মাস করে সাজা দেন।

দণ্ডিতরা হলেন, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মাহতাবের (তালা প্রতীক) সমর্থক নারগিস বেগম, ৪-৫-৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রুমানা ইয়াসমিনের (বই প্রতীক) সমর্থক সুমন হোসেন এবং ৪-৫-৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মর্জিনা বেগমের (কলম প্রতীক) সমর্থক সাথী আক্তার।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নির্বাচন চলাকালে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে চারটি ব্যালট বই, সিল এবং কালি ছিনতাই করে কেন্দ্রের বাইরে নিয়ে যান দণ্ডিতরা।

কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং একটি ব্যালট বই উদ্ধার করে।

পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে তাদের ছয় মাসের সাজা প্রদান করে বলেন ওসি।