বান্দরবানে একজনকে গুলি করে হত্যা

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর দিয়েছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2021, 06:58 PM
Updated : 18 June 2021, 06:58 PM

রোয়াংছড়ি থানা ওসি মো. তৌহিদ কবির রাতে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থালে রওনা হয়েছেন।”

নিহতের নাম পূর্ণচন্দ্র ত্রিপুরা (৫৪)। সদর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে তুলাছড়ি পাড়ার বাসিন্দা।

তবে স্থানীয়রা জানিয়েছেন, পূর্ণচন্দ্র খ্রিস্টান থেকে ধর্মান্তরিত হওয়ার পর এলাকায় মো. ওমর ফারুক নামে পরিচিত ছিলেন।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের রোয়াংছড়ি আঞ্চলিক শাখার সভাপতি ধীরেন ত্রিপুরা বলেন, এলাকাবাসী তাকে ফোন করে জানিয়েছে, রাত দশটার দিকে সশস্ত্র একদল লোক পূর্ণচন্ত্রকে ঘর থেকে নিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে।

“পূর্ণচন্দ্র ত্রিপুরা খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শুনেছি। এরপর থেকে তিনি এলাকায় মো. ওমর ফারুক নামে পরিচিত ছিলেন। তবে রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কেউ জানাতে পারেনি।”

এদিকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চহ্লামং মারমাও এলাকাবাসীরা কাছ থেকে এ খবর পাওয়ার কথা জানিয়েছেন।

“ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তুলাছড়ি এলাকার দূরত্ব সদর ইউনিয়ন থেকে ১২ থেকে ১৫ কিলোমিটারের মত হবে। তবে এ পাড়ার চলাচলের রাস্তার অবস্থা খারাপ।”