ইউপি নির্বাচন: বরগুনায় শটগানসহ একজন আটক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পাঁচ রাউন্ড গুলি ও শটগানসহ আটক করেছে পুলিশ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 06:04 PM
Updated : 17 June 2021, 06:04 PM

বরগুনার‌ পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে আটকের কথা জানিয়েছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার।

আটক আজিম হোসেন (৪৫) পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে।

তোফায়েল জানান, আটক ব্যক্তি তার লাইসেন্স করা অস্ত্র নিয়ে নির্বাচনের সময় ঘোরাঘুরি করছিলেন।

নির্বাচন চলাকালীন অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।

পাথরঘাটা থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকচিড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার কর্মী আজীম শটগান নিয়ে নৌকার প্রার্থীর সভার পাশে ঘোরাঘুরি করেছিলেন।

সহিংসতা ঘটানোর জন্য অস্ত্রসহ ঘোরাঘুরি করতে পারে বলে আটক করে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশের কাছে অস্ত্রটি তার ব্যক্তিগত বলে দাবি করেন আটক আজিম।