রাজশাহীতে ফের বেড়েছে সংক্রমণ

এক দিনের ব্যবধানে রাজশাহীতে আবার বেড়েছে করোনাভাইরাস সংক্রমণের হার।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 06:00 AM
Updated : 8 June 2021, 01:11 PM

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে জেলার ৩৮৬ জনের নমুনা পরীক্ষায় এই বৃদ্ধির হার ধরা পড়ে।

প্রতিবেদনের দেখা যায়, আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৭ শতাংশ পয়েন্ট বেড়ে শনাক্তের হার হয়েছে ৪৫ দশমিক ৭ শতাংশ। যা এর আগের দিন রোববার ছিল ৪১ দশমিক ৩০ শতাংশ। তার আগের দিন শনিবার ছিল ৫০ দশমিক ২৭ শতাংশ এবং গত শুক্রবার এ হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, সোমবার দুই ল্যাবে রাজশাহীর ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৭৪ জনের পজিটিভ এসেছে, যা ৪৫ দশমিক ৭ শতাংশ। তার আগের দিন রোববার দুই ল্যাবে রাজশাহীর ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৯৭ জনের পজিটিভ আসে, যা ৪১ দশমিক ৩০ শতাংশ।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, তাদের মধ্যে তিনজনের পরীক্ষায় পজিটিভ আসে। তাদের দুইজন চাঁপাইনবাবগঞ্জের। আরেকজন রাজশাহীর। অন্য পাঁচজন মারা যান পরীক্ষার আগে চিকিৎসাধীন অবস্থায়। তাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও পাবনার একজন রয়েছেন।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান বলে তিনি জানান।