সিলেট নগরভবনে ইট পাটকেল নিক্ষেপ

সিলেট নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মেয়রের আরিফুল হক চৌধুরী অভিযানের পর নগরভবনে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ দেখিয়েছে রিকশা চালকরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 10:17 AM
Updated : 2 June 2021, 10:20 AM

বুধবার বেলা পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ জানান।

ওসি বলেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরী অভিযান চালান। কোর্ট পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযানে কয়েকটি রিকশা আটক করা হয়। এর প্রতিবাদে রিকশা চালকরা মিছিল নিয়ে সিলেট কর্পোরেশনের ভেতরে প্রবেশ করতে চাইলে প্রধান দরজা বন্ধ করে দেয় নিরাপত্তা রক্ষীরা।

“এ সময় উত্তেজিত চালকরা বাহির থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে সিসিকের কর্মচারীরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

তিনি বলেন, এ সময় দুই পক্ষের ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।