কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মামা-ভাগ্নে

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন নিহত হয়েছেন যারা সম্পর্কে মামা ও ভাগ্নে। এই ঘটনায় নিহতদের একজনের স্ত্রী আহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 11:45 AM
Updated : 28 May 2021, 11:45 AM

উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বৈদ্যুতিক মেরামতের কাজ কার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তৈয়ব আলী (৪৫) ও তার ভাগ্নে হাকিম উদ্দিন (৫৫)।

আহত হয়েছেন তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম (৪০)। তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থেরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, দুপুরে তৈয়ব আলী ও হাকিম উদ্দিন দুজন তৈয়ব আলীর বাড়িতে বৈদ্যুতিক মিটারে সংযোগ লাইনে মেরামত কাজ করছিলেন। এই সময় লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও এক পর্যায়ে হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। “এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাদের বাঁচাতে তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন।”

স্থানীয়রা তিন জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তৈয়ব আলী ও হাকিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাঈদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট তিন জনের মধ্যে দুজনের আগেই মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন জামেনা বেগমের অবস্থা স্থিতিশীল আছে।