গাছে গাড়ির ধাক্কা, বিএডিসির প্রকৌশলী নিহত

সিরাজগঞ্জে রাস্তার পাশে গাছে ধাক্কা দেওয়া একটি গাড়ির আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন; আরেক প্রকৌশলী ও গাড়ির চালক আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 09:59 AM
Updated : 27 May 2021, 09:59 AM

বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন ভুইয়া পাবনা বিএডিসির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক।

আহতরা হলেন বিএডিসি পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান (৪০) ও গাড়ি চালক সাইদুল (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাবনা বিএডিসির সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঢাকায় মতিঝিলে কৃষি ভবনে একটি সভায় যোগদানের উদ্দেশ্যে হতাহতরা পাবনা থেকে যাচ্ছিলেন। 

“পথে তাদের বহনকারী নিশান ব্র্যান্ডের পিক-আপের চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহসড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়।” 

দুর্ঘটনার পর শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে যায়; শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভুইয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

আহত দুজনকে এনায়েতপুর খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

এই বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই ফিরোজ আহমেদ জানান, নিহত পাবনা বিএডিসির নির্বাহী প্রকৌশলীর লাশ সিরাজগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।