নাটোরে হামলায় ইউপি সদস্য আহত

নাটোরে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের এক সদস্য দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2021, 11:52 AM
Updated : 24 May 2021, 11:52 AM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার শরীরে তিনটি অস্ত্রপোচারের পর সোমবার বিকালে চিকিৎসকরা ওই ইউপি সদস্যকে শঙ্কামুক্ত মনে করছেন বলে জানান লালপুর থানার ওসি ফজলুর রহমান।

আগের রাত সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলার কালুপাড়া এলাকার এক রাস্তায় এ হামলা হয়।

আহত মো. মুসা সরকার (৪০) লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়ন পরিষদের সদস্য এবং শালেশ্বর গ্রামের মেহের সরকারের ছেলে।

ওসি ফজলুর জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কালুপাড়া গ্রামে ঢোকার পর পরই একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে।

“এতে তার একটি কান কেটে ঝুলে পড়ে। মাথার দুই জায়গায় জখম হয়। এছাড়া বাম হাত ও বাম পায়ে গুরুতর জখম হয়।

“এক পর্যায়ে তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা চলে যায়।”

পথচারীরা মুসাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

তাকে প্রথমে লালপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।