এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ধরা পড়লেন ২৬ বছর পর

নাটোরের লালপুরের এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ২৬ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 03:13 PM
Updated : 20 May 2021, 03:13 PM

বৃহস্পতিবার দুপুরে তাকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে। তাকে আগের রাতে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের চোহালি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি সিদ্দিকুর রহমান (৫০) লালপুর উপজেলার হবিতপুর গ্রামের পাঞ্জু মোল্লার ছেলে।

লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লালপুর থানার এএসআই সরাফত আলীসহ সঙ্গীয় ফোর্স সিরাজগঞ্জের ছোট চোহালি গ্রামে অভিযান চালিয়ে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে।

১৯৯৩ সালে করা এক মাদক মামলায় ১৯৯৫ সালে সিদ্দিকুর রহমানকে পলাতক অবস্থায় এক বছরের কারাদণ্ড দেয় আদালত।

গ্রেপ্তারের পর জানা যায়, তখন থেকে তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ছোট চোহালি গ্রামে বসবাস শুরু করেন। দীর্ঘ ২৬ বছর পর তিনি পুলিশের হাতে ধরা পড়লেন বলেন ওসি।