পটুয়াখালীতে চাল আত্মসাতের মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

পটুয়াখালীতে ভিজিএফের চাল আত্মসাতের মামলায় এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 12:25 PM
Updated : 16 May 2021, 12:25 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুকিত হাসান জানান, রোববার দুপুরে জেলা দিকে শহর সংলগ্ন বসাক বাজার থেকে মো. আলতাফ হোসেন হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আলতাফ হোসেন হাওলাদার সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জেলেদের জন্য বরাদ্দ করা বিশেষ ভিজিএফএর ১৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে চেয়ারম্যানকে একমাত্র আসামি করে গত ১৩ মে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা থানায় মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে বাদী মো. মাহফুজুর রমহান জানান, ছোট বিঘাই ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৩৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাল গত বুধবার বিকালে পটুয়াখালীর খাদ্য গুদাম থেকে ছাড় করে ট্রলারে নিয়ে ভুতুমিয়া লঞ্চঘাটে পৌছায়।

পরদিন জেলেদের মধ্যে চাল বিতরণের আগেই চেয়াম্যানের বিরুদ্ধে চাল কালোবাজারে বিক্রির অভিযোগ তুলে সুবিধাভোগী ও এলাকার একটি মহল বিক্ষোভ শুরু করে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই অবস্থায় সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতিসহ সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছান।

“পরে বিক্ষুব্ধদের শান্ত করে তাৎক্ষণিকভাবে তদন্ত চালিয়ে ১৩ বস্তা চাল কম পাওয়া যায়; এরপর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বাদী হয়ে চেয়ারম্যানকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেছেন।”