নরসিংদীর চরে ‘আধিপত্যের সংঘাতে’ দুইজন গুলিবিদ্ধ

নরসিংদীর দুর্গম চর আলোকবালীতে দুই পক্ষের সংঘাতের মধ্যে চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের গায়ে গুলি লেগেছে।

নরসিংদী প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 11:52 AM
Updated : 16 May 2021, 11:52 AM

রোববার সকালে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের মোরাদ নগর গ্রামে ওই সংঘর্ষ হয় বলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, এলাকার আধিপত্য নিয়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য রায়হান উদ্দিনের সমর্থকদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আসাদ মিয়ার অনুসারীদের বিরোধ চলছিল।

কয়েকদিন আগে রায়হান মেম্বারের সমর্থকদের মারধর করে বাড়ি ছাড়া করে আসাদের লোকজন। তারই জেরে শনিবার থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মধ্যে।

পরিদর্শক আতাউর বলেন, রোববার সকালে আসাদের সমর্থকরা রায়হান মেম্বার সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। তাতে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিও হয়।

সে সময় দুজন গুলিবিদ্ধ হন, যারা রায়হান মেম্বারের সমর্থক বলে স্থানীয়দের ভাষ্য।

গুলিবিদ্ধ দুজনের মধ্যে অনিক মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; সজল মিয়াকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

হামলার সময় বাড়িঘড়ে হামলা ভাংচুর এবং লুটপাট হয়েছে জানিয়ে পরিদর্শক আতাউর বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”