কক্সবাজারে ‘বাবা-সৎ ভাইয়ের’ হামলায় যুবকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে জমির বিরোধের জেরে বাবা ও সৎ ভাইদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 08:31 AM
Updated : 11 May 2021, 08:31 AM

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত মোহাম্মদ জুবায়ের (৩৫) মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে।

গ্রেপ্তাররা হলেন- নিহতের বাবা আলতাফ হোসেন ও সৎ ভাই মোহাম্মদ টিপু।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আলতাফ হোসেনের দুই স্ত্রী। তার জমির ভাগ-বাটোয়ারা নিয়ে উভয় স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার রাতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলতাফ হোসেনের নেতৃত্বে তার দ্বিতীয় পক্ষের সন্তানরা প্রথম স্ত্রী ও তার সন্তানদের উপর হামলা চালায়।

“এ সময় ধারাল অস্ত্রের আঘাতে আলতাফের প্রথম স্ত্রী জান্নাত বেগমসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় আহত বাকিরা হলেন- জান্নাতের (৫৫) ভাই মোহাম্মদ ফয়সাল (২৮), বোন জুনু বেগম (৩৭) ও ভাগনী শামীমা আক্তার (১৬)।

তাদের মধ্যে জান্নাত ও ফয়সালের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আর জুবায়েরের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।