নেত্রকোণায় মটরসাইকেল চালকের লাশ উদ্ধার, আটক ২

নেত্রকোণায় নিখোঁজের দুই দিন পর এক মটরসাইকেল চালকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 10:18 AM
Updated : 7 May 2021, 10:18 AM

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলে মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানিয়েছেন।

নিহত রেজাউল করিম রাজীব (২২) মোহনগঞ্জ পৌরসভার দেওথান এলাকার বাচ্চু মিয়ার ছেলে। ভাড়ায় মটরসাইকেল চালাতেন তিনি।

তার মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

ওসি আহাদ বলেন, বুধবার রাত ১০টার দিকে মটরসাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে মোহনগঞ্জ থেকে আদর্শনগরের উদ্দেশ্যে রওনা হন রাজীব। এরপর আর তার খোঁজ মেলেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভাটিয়া গ্রামের পুকুরপারে মাটিচাপা বস্তা দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মাটি সরিয়ে সিমেন্টের বস্তায় ভরা লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের পর ভাটিয়া গ্রামের আব্দুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে রাজীবের মটরসাইকেল উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের এখনই তাদের নাম বলা যাচ্ছে না।

রাজীবকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস বলেন, “রাজীবকে হত্যার পর লাশ মাটিচাপা দিয়ে রাখে খুনি। কেন তাকে হত্যা করা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত, তা বের করতে পিবিআই ছায়া তদন্ত শুরু করেছে।”