গাঁজা লুকানো ছিল কাঠের আসবাবপত্রে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাঠের আসবাবপত্রের ভেতর লুকিয়ে বহনের সময় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2021, 02:48 PM
Updated : 6 May 2021, 02:48 PM

বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।

ব্রিফিংয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা বলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড়ে একটি পিক-আপ ভ্যানে বহন করা কিছু কাঠের ফার্নিচার আটক করে র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাস্তার উপর গাড়ি ফেলে পিক-আপ ভ্যানের চালক ও গাঁজার মালিক পালিয়ে যায়।

“পরে ফার্নিচারের ভিতরে বিশেষ পন্থায় বক্স করে রাখা ১২০ প্যাকেট গাঁজা পাওয়া যায়। প্রতি প্যাকেটে গাঁজার পরিমাণ এক কেজি করে মোট ১২০ কেজি, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।”

প্রেস ব্রিফিংয়ে বসু দত্ত আরও বলেন, অভিযানের পর অনুসন্ধান করে আরও তথ্য সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধানে পাচারকারী হিসেবে দুজনের নাম উঠে এসেছে।

এরা হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার হাব্ডার হাওরের বাসিন্দা প্রয়াত সিদ্দিক আলীর ছেলে মনা মিয়া (২৬) ও ট্রাকের মালিক একই উপজেলার শাহবাজপুর গ্রামের প্রয়াত সোনাই মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮)।  

এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাদকসহ অনান্য আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।