বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত সাতক্ষীরায়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় সমাবেশ করেছেন সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 05:19 PM
Updated : 3 May 2021, 05:19 PM

সোমবার বিকালে শহরের সাংবাদিক ঐক্য কার্যালয়ে এই সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী বলেন, “দেশে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।”

স্বাধীন সাংবাদিকতার জন্য আইনগত সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “এই দুইয়ের সমন্বয়ে সাহসের সাথে সত্য সংবাদ পরিবেশন করা গেলে সমাজ উপকৃত হয়।”

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ বলেন, “গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে সাংবাদিকদের মধ্যকার রাজনৈতিক ও অন্যান্য দ্বন্দ্ব পরিহার করে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসতে হবে।”

সুভাষ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহসভাপতি আশেক ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, মোহনা টিভির আব্দুল জলিল, বণিকবার্তার গোলাম সরোয়ার, ভোরের কাগজের দিলীপ কুমার দেব প্রমুখ।