ফেনীতে ‘ছেলে-পুত্রবধূর ‘মারধরে’ শ্বশুরের মৃত্যু

ফেনীতে সম্পত্তির ভাগের বিরোধে ছেলে ও পুত্রবধূর মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফেনী  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 06:22 AM
Updated : 2 May 2021, 06:22 AM

সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান।

নিহত সামছুল হক ওরফে লাতু মিয়ার (৮০) বাড়ি ওই এলাকায়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাচ্চু মিয়া বাদি হয়ে মামলা করেছেন। এতে তার ছোট ভাই সাইফুল ইসলাম (৩৫), সাইফুলের স্ত্রী রিতা (২৬) ও মেঝ ভাই মো. ফারুকের স্ত্রী নাছিমা আক্তার পলিকে (৩৯) আসামি করেছেন তিনি। 

বাচ্চু বলেন, সম্পত্তির ভাগাভাগি ও পারিবারিক বিরোধের কারণে তারা তিন ভাই বাবার সংসার থেকে আলাদা হয়ে যান। তবে বাবা-মা তার সঙ্গে খাওয়া-দাওয়া করতেন। সম্পত্তি বিরোধের জেরে ছোট দুই ভাইয়ের সঙ্গে তাদের প্রায়ই বাবার ঝগড়া হতো।

“শনিবার বিকালে গাছের কাঁঠাল কাটাকে কেন্দ্র করে ফের কথা-কাটাকাটি শুরু হয়। ইফতারের পর সাইফুল ও তার স্ত্রী রিতা বাবাকে গালাগাল করতে থাকেন। এক পর্যায়ে বাবা এর প্রতিবাদ করলে তারা বাবার ওপর হামলা করেন। এ সময় বাবাকে মারধর ও কিলঘুষি মারা হয়।”

এ সময় বাচ্চুর স্ত্রী তাসলিমা আক্তার এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে বাড়ির অন্য লোকজন গিয়ে সামছুলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) সাহাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই সামছুল হকের মৃত্যু হয়েছে।

ওসি বলেন, ঘটনার পরপরই সাইফুল ও রিতা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।